Posts

জমির খতিয়ান কাকে বলে এবং কত প্রকার ও কি কি

Image
  জমির খতিয়ান কি কত প্রকার ও কি কি? খতিয়ান কি? ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র-ছাত্রীদের কাছে খতিয়ান মানে জাবেদা থেকে হিসাব সমূহকে শ্রেণী বিন্যাস করণ। তবে জায়গা জমির ক্ষেত্রে খতিয়ান অর্থ হইল ‘হিসাব’। মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা(অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ান কত প্রকার ও কি কি: - বাংলাদেশে সাধারণত ৪ ধরণের খতিয়ান রয়েছে। যথা- ১. সি. এস খতিয়ান ২. এস. এ খতিয়ান ৩. আর. এস খতিয়ান ৪. বি. এস খতিয়ান / সিটি জরিপ বিস্তারিতঃ ১. সি. এস খতিয়ানঃ ১৯৪০ সালে ব্রিটিশ সরকার জরিপ করে যে খতিয়ান তৈরি করে তাকে সি. এস খতিয়ান বলা হয়। আমাদের দেশে এটিই প্রাথমিক খতিয়ান হিসাবে বিবেচিত। ২. এস. এ খতিয়ানঃ পাকিস্তান আমলে ১৯৫০ সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের চতুর্থ অধ্যায় এর ১৭ হতে ৩১ দ্বারা মতে ১৯৫৬-৬০ সালের দিকে যে খতিয়ান তৈরি করা হয় তাকে এস. এ (State Acquision) খতিয়ান বলে। ৩. আর. এস খতিয়ানঃ বাংলাদেশ সরকার পূর্বের ত

যেভাবে ইহুদিদের আধিপত্যের বিস্তার ঘটেছে

Image
দেড় কোটির ইহুদীরা যেভাবে বিশ্বে প্রভাব খাটাচ্ছে। জনপ্রিয় খেলায় ওরা মাতেন না কেন? ইসমাঈল হোসেন দিনাজী :  এখন ক্রিকেট আর ফুটবল নিয়ে বিশ্ব মোটামুটি মেতে আছে। মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এ দুটো খেলা নিয়ে মেতে ওঠে। তবে সাম্প্রতিক এক জরিপ বলছে এ খেলায় একটি জাতি কখনও মাতামাতি করে না। সেটি হচ্ছে ইহুদি জাতি। দারুণ কৌশলী এবং ইন্টেলেকচুয়াল হিসেবে এদের জুড়ি নেই কোনও সম্প্রদায়ের মধ্যে। পৃথিবীতে ইহুদিদের মোট সংখ্যা মাত্র দেড় কোটির মতো। রাষ্ট্রও মাত্র একটি। আর সেটি ইসরাঈল। এ রাষ্ট্রে বসবাসকারী ইহুদির সংখ্যাও ৫৪ লাখ। বাকি প্রায় এক কোটি ইহুদি সারা পৃথিবীতে ছড়িয়ে-ছিটিয়ে আছেন। এর মধ্যে আমেরিকাতে ৭০ লাখ। কানাডাতে ৪ লাখ। আর ব্রিটেনে ৩ লাখ। বাকিরা বিভিন্ন দেশে। ইহুদিরা মার্কিন জনসংখ্যার মাত্র ২%, আর পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ০.২%। অর্থাৎ পৃথিবীর প্রতি ৫০০ জনে একজন ইহুদি। কিন্তু জনসংখ্যার দিক দিয়ে ঢাকা শহরের কাছাকাছি হলেও বিশ্বে ইহুদি সম্প্রদায় থেকে যুগে যুগে বেরিয়ে এসেছেন অসংখ্য প্রতিভাবান ব্যক্তি। প্রধান ধর্মগুলোর পর পৃথিবীতে যে মতবাদটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সেই কমিউনিজমের স্বপ্নদ্রষ্টা কার্ল